• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালয়েশিয়াতে নথিবিহীন ২৫২ বাংলাদেশি অভিবাসী আটক

প্রকাশ:  ০৫ আগস্ট ২০২৩, ২০:২৪
নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মীরা ২৫২ বাংলাদেশিসহ নথিবিহীন ৪২৫ অভিবাসীকে গ্রেপ্তার করেছেন। কুয়ালালামপুরের চেরাস শহরতলির একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বিভিন্ন ইউনিট থেকে শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের অনেককেই আলমারি ও ময়লার বিন থেকে বের করে আনা হয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক স্যামসুল বদরিন মহসিন বলেছেন, চেরিয়া হাইটস অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়েছে।

সম্পর্কিত খবর

    আগে সেখানকার জনসাধারণ অভিযোগ জানালে দুই সপ্তাহ ধরে তদন্ত ও নজরদারি চালানো হয়। ওই এলাকায় বিদেশিদের সংখ্যা খুব বেশি এবং বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টির অভিযোগ পাওয়া গিয়েছিল। অভিযানের পর এক সংবাদ সম্মেলনে মহসিন বলেন, ৬০ জন অভিবাসন কর্মকর্তা ও কর্মী অভিযানটি পরিচালনা করেন। মধ্যরাত ১টা থেকে শুরু করে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চলে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close