মুক্ত মার্কিন ৫ নাগরিক
জব্দ হওয়া ৬শ’ কোটি ডলার ফেরত পেলো ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে ইরানে বন্দী যুক্তরাষ্ট্রের পাঁচ নাগরিককে মুক্তি দিয়েছে তেহরান। আর এ প্রক্রিয়ায় শর্তের অংশ হিসেবে ইতোমধ্যে জব্দ করা ইরানের ৬০০ কোটি মার্কিন ডলার কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে।
সম্পর্কিত খবর
সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের ৫ জন করে ১০ বন্দীকে মুক্তি দেবে। কাতারের রাজধানী দোহায় এই বন্দিবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মূলত, বন্দিবিনিময়ের এই সমঝোতায় মধ্যস্থতা করছে কাতার।
ইরানের প্রেস টিভি জানায়, বিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়া পাঁচ ইরানির মধ্যে দুজন দোহায় পৌঁছেছেন। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে তিনজন ইরানে ফিরছেন না। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া জব্দ করা ইরানের ৬০০ কোটি ডলার কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা এসব অর্থ প্রথমে সুইজারল্যান্ডের একটি ব্যাংকে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে সিএনএন।
বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানান, কাতারের অ্যাকাউন্টে ওই তহবিল স্থানান্তর করা হলেও তা শুধু জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে ব্যবহার করতে পারবে ইরান। এজন্য প্রতিটি লেনদেন মার্কিন ট্রেজারি বিভাগ পর্যবেক্ষণ করবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম