• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারত-বাংলাদেশ সীমান্তে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৩
আন্তর্জাতিক ডেস্ক

ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত গুনরাজপুর গ্রাম থেকে গলাকাটা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে কাঁকরোল চাষের জমি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, সকালে পশ্চিমবঙ্গের বসিরহাটের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজ গ্ৰামের চাষিরা ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন। সে সময় তারা দেখতে পান চাষের ক্ষেতের পাশে এক তরুণীর মরদেহ পড়ে আছে। তার মুখ আগুন দিয়ে ঝলছে গেছে এবং মরদেহটি গলাকাটা অবস্থায় পড়ে ছিলো।

মৃতদেহের পাশেই ছড়িয়ে ছিটিয়ে ছিলো একটি চশমা, একটি ব্যাগ ও মোবাইল ফোন। সঙ্গে সঙ্গেই বসিরহাটের স্বরূপনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্বরূপনগর থানার পুলিশ জানায়, ওই তরুণী রাতের অন্ধকারে আন্তর্জাতিক সীমান্তের কাছে কেন গিয়েছিলো বা সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে এদেশে ঢুকেছে নাকি ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলো সে বিষয়ে কিছু জানা যায়নি। তিনি কোনো দালালের খপ্পরেও পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে ওই তরুণীর সঙ্গে কী ঘটেছে তা এখনি বলা যাচ্ছে না। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বসিরহাট স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে ওই অজ্ঞাত তরুণী মৃত্যুর ঘটনা বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উদ্ধার,মরদেহ,গলাকাটা,তরুণী,ভারত,বাংলাদেশ,সীমান্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close