• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী মোহাম্মদ মুইজু

প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৬ | আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৯
আন্তর্জাতিক ডেস্ক

ভারত মহাসাগরের দেশ মালদ্বীপে ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বিরোধী দলীয় প্রার্থী মোহাম্মদ মুইজু (৪৫)। দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফলে তাকে জয়ী ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সান এমবি।

প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় দফার নির্বাচনে দুই লাখ ৮২ হাজার ৮০৪ জনের ভোট দেওয়ার কথা ছিলো। তবে নির্বাচনে ভোট দানের হার ছিলো ৮৬ শতাংশ, যা প্রথম দফার ৭৯ শতাংশের চেয়ে বেশি। প্রাথমিক ফলাফলে মোহাম্মদ মুইজু ৫৩ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন।

এছাড়া সরকার সমর্থিত এমডিপির বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ (৬১) ভোট পেয়েছেন ৪৬ শতাংশ। মোহাম্মদ মুইজুর চেয়ে সাত শতাংশ পিছিয়ে আছেন তিনি।

মোহাম্মদ মুইজু গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম দফার ভোটেও ৪৬ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন। তিনি এর আগে মালে সিটির মেয়রের দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয়ে মেয়রের পদ শূন্য হয়ে পড়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে মালদ্বীপ পরিণত হয়ে গেছে ভারতপন্থী বা চীনপন্থী হিসেবে বিভক্ত। বিশ্লেষকেরা বলছেন, সলিহ ভারত-প্রথম নীতিতে বিশ্বাসী আর মুইজু চান চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে।

উল্লেখ্য, কট্টর চীনপন্থী হিসেবে পরিচিত আবদুল্লা ইয়ামিনকে পরাজিত করে ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সলিহ। তিনি নির্বাচিত হওয়ার পরই ভারতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে শুরু করেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মালদ্বীপ,প্রেসিডেন্ট নির্বাচন,জয়ী,মোহাম্মদ মুইজু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close