• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

প্রকাশ:  ২০ অক্টোবর ২০২৩, ০৯:৪০
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিন ও ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবানন থেকে নিজ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাজ্যও তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত এ দুটি দেশের দূতাবাস থেকে এমন নির্দেশনা দেওয়া হয়।

এর আগে লেবাননে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছিল তারা। এখন লেবাননে যারা অবস্থান করছেন তাদের সরে যেতে বলল উভয় দেশ।

বিমান চলাচল স্বাভাবিক থাকা অবস্থায় দ্রুত লেবানন ছাড়ার আহ্বান জানিয়ে মার্কিন দূতাবাস বলেছে, ‘লেবাননের পরিস্থিতির উপর খুব কাছ থেকে নজর রাখছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে, বিমান চলাচল স্বাভাবিক থাকা অবস্থায় যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার পরিকল্পনা করুন।’

প্রায় একই সতর্ক বার্তা দিয়ে ব্রিটিশ দূতাবাস বলেছে, ‘যদি এ মুহূর্তে আপনি লেবাননে অবস্থান করে থাকেন তাহলে বিমান চলাচল স্বাভাবিক থাকা অবস্থায় লেবানন ছাড়ুন।’

এছাড়া যেখানে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হচ্ছে সেসব এলাকায় ব্রিটিশ নাগরিকদের না যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির দূতাবাস।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বাধে। এরপর ওইদিন থেকে গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালাতে থাকে ইসরায়েল। এ হামলার প্রতিবাদে লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে মাঝে মাঝে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে হামাস ও হিজবুল্লাহ। সূত্র: এএফপি

পূর্বপশ্চিমবিডি/এসএম

যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র,নির্দেশ,লেবানন,নাগরিক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close