• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাত্র ১৭ দিনে গাজায় ২ হাজার শিশু নিহত

প্রকাশ:  ২৪ অক্টোবর ২০২৩, ১৬:৪১
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় মাত্র ১৭ দিনে দুই হাজারের বেশি শিশু নিহত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। খবর সিএনএনের।

সেভ দ্য চিলড্রেন বলেছে, গত ১৭ দিনে গাজায় অন্তত দুই হাজার শিশু নিহত হয়েছে। আর পশ্চিম তীরে ২৭ শিশু নিহত হয়েছে।

সংস্থাটি বলছে, গাজায় ১০ লাখের বেশি শিশু আটকা পড়েছে। তাদের যাওয়ার জন্য নিরাপদ কোনো জায়গা নেই। গুরুত্বপূর্ণ হাসপাতালে ওষুধ ও বিদ্যুতের অভাবে তাদের ওপর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা করেছে সংস্থাটি।

এর আগে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, গাজায় আশঙ্কাজনক হারে শিশুরা মারা যাচ্ছে। তাদের জন্য এখনই জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,শিশু,গাজা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close