• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গাজায় আর নিরাপদ জায়গা নেই: জাতিসংঘ

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০২৩, ১৭:৪৩
আন্তর্জাতিক ডেস্ক

গাজায় আর কোনো নিরাপদ জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। গাজার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আর তেমন কিছুই করার নেই বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালক থমাস হোয়াইট।

সহিংসতার শুরু থেকে জাতিসংঘের পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন লাখো ফিলিস্তিনি। তাদের উদ্দেশ্যে থমাস হোয়াইট বলছেন, আমরা এখন আর জাতিসংঘের তত্ত্বাবধানে গাজার আশ্রিতদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না।

তিনি আরো বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে থেকে ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এর জন্য কোনো পক্ষ বা কারা দায়ী তা স্পষ্ট না।

গত অক্টোবরের ৭ তারিখ সহিংসতা শুরু হওয়ার পর প্রায় ৬ লাখের মতো মানুষ জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এরই মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ২২ হাজারের বেশি মানুষ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জাতিসংঘ,গাজা,জায়গা,নিরাপদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close