• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অস্ট্রিয়ার প্রেসিডেন্টের হাত কামড়ে দিলো মলদোভার প্রেসিডেন্টের কুকুর

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০২৩, ০০:৪৪
আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডের বেলেনের হাতে কামড় দিয়েছে মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ডুর পোষা কুকুর। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মলদোভার রাজধানীতে দেশটির প্রেসিডেন্টের বাসভবনে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সফররত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট বেলেনকে নিয়ে বাসভবনে হাঁটছিলেন সান্ডু। এসময় সান্ডুর কুকুরকে আদর করার চেষ্টা করেন বেলেন। তখন কুকরটি তার হাতে কামড় দেয়।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মলদোভার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, অনেক মানুষের উপস্থিতির কারণে কুকুরটি ভীত হয়ে পড়ে।

প্রতিবেদনে আরো বলা হয়, পরে মলদোভার পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠকের সময় বেলেনের হাতে ব্যান্ডেজ দেখা গেছে।

শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিওতে কুকুরটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বেলেন। তিনি বলেন, যারা আমাকে চেনেন তারা সবাই জানেন কুকুর আমার অনেক পছন্দের। কুকুরের এমন আচরণের কারণ আমি বুঝতে পারছি।

তিনি উল্লেখ করেছেন, সান্ডু ও অপর কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক খুব ভালো হয়েছে।

সফরের শেষ দিন কুকুরটিকে একটি ছোট খেলনা উপহার দিয়েছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কুকুর,প্রেসিডেন্ট,অস্ট্রিয়া,আলেক্সান্ডার ভ্যান ডের বেলেন,মাইয়া সান্ডু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close