• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আরো ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল, ১২ জিম্মিকে ছাড়লো হামাস

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৫০
আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরো ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অপরদিকে ১২ জিম্মিকে মুক্তি দিয়েছ হামাস। যুদ্ধবিরতির পঞ্চম দিনে স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে এ জিম্মি বিনিময় হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, রেড ক্রসের একটি বাস ফিলিস্তিনের মুক্তিপ্রাপ্ত ৩০ জনকে নিয়ে পশ্চিম তীরের ইসরায়েলের ওফার সামরিক কারাগার থেকে ছেড়ে গেছে। অন্যদিকে ১২ জন ইসরায়েলির রাফাহ ক্রসিং পার হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এরইমধ্যে জিম্মি বিনিময়ে কাদের মুক্ত করা হবে তাদের নামের তালিকা পেয়েছেন। সেই হিসেবে যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে বুধবারও জিম্মি বিনিময় হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন, প্রতিদিন যুদ্ধবিরতি বাড়ানো হলে ৩০ ফিলিস্তিনি বন্দির বিনিমেয় ১০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে। এরই রেশ ধরে বৃহস্পতিবারের পরেও সম্ভাব্য মেয়াদ বাড়ানোর জন্য আলোচনা চলছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে গাজায় চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে এর মেয়াদ শেষ হওয়ার কথা। তবে, এর মধ্যেই বিভিন্ন মহল থেকে গাজায় যুদ্ধবিরতি জারি রাখতে দাবি তোলা হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

হামাস,জিম্মি,ইসরায়েল,মুক্তি,ফিলিস্তিনি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close