• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

বন্যা ও ভূমিধসে তানজানিয়ায় ৪৭ জনের প্রাণহানি

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮
আন্তর্জাতিক ডেস্ক

তানজানিয়ার উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসে ৪৭ জনের প্রাণহানি ও আহত হয়েছেন অন্তত ৮৫ জন। দেশটির স্থানীয় কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৩ ডিসেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলা প্রশাসক জেনেথ মায়াঞ্জা জানান, শনিবার (২ ডিসেম্বর) রাজধানী ডোডোমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে কাটেশ শহরে ভারী বৃষ্টিপাত হয়েছে।

উত্তর তানজানিয়ার মানিয়ারা এলাকার আঞ্চলিক কমিশনার কুইন সেন্ডিগা রোববার সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমকে বলেন, বন্যা ও ভূমিধসের কারনে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন অন্তত ৮৫ জন।

এছাড়াও মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

মায়াঞ্জা বলেন, উত্তরাঞ্চলের বহু রাস্তা কাদা,পানি, পাথর ও গাছ ভেঙে পড়ে ব্লক হয়ে গেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রাণহানি,তানজানিয়া,বন্যা,ভূমিধস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close