• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফের ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০০
আন্তর্জাতিক ডেস্ক

ফের ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। এ নিয়ে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

সোমবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৪টায় দেশটির মিন্দানাওতে এ ভূ-কম্পন আঘাত হানে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে ফিলিপাইনের মিন্দানাওতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। তবে এতে এখন পর্যন্ত কেনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জিএফজেড জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩৮ কিলোমিটার (২৩.৬১ মাইল) গভীরে আঘাত হানে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সুনামি সতর্ক ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।

এর আগে, রোববার (৩ ডিসেম্বর) ৬ দশমিক ৪ মাত্রার ভূ-কম্পনে কেঁপে ওঠে ভূখণ্ডটি। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ফিলিপাইন,ভূমিকম্প,ক্ষয়ক্ষতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close