• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাইজেরিয়া বাহিনীর ‘ভুলে’ ৮৫ বেসামরিক নাগরিক নিহত

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:০১
আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর ব্যবহৃত ড্রোনের ভুল হামলায় ৮৫ বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। ধর্মীয় উৎসবে জড়ো হয়েছিলেন এ বেসামরিকরা। সোমবার (৪ ডিসেম্বর) কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। খবর: আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রোববার (৩ ডিসেম্বর) কাদুনা প্রদেশের ইগাবি কাউন্সিল এলাকার তুদুন বিরি গ্রামে চালানো হয়েছে এ ড্রোন হামলা। সেখানকার স্থানীয় মুসলিমরা নবী মোহাম্মদের জন্মদিন পালনের জন্য জমায়েত হয়েছিলেন।

কাদুনার গভর্নর উবা সানি বলেছেন, সন্ত্রাসী ও গুণ্ডাদের উদ্দেশ্যে ড্রোন ছোড়া হয়। তবে ভুলবশত বেসামরিক লোক নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছেন।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বলেছে, এখন পর্যন্ত ৮৫ জনের লাশ দাফন করা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। তবে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া অফিস জানিয়েছে, হামলায় ১২০ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,বেসামরিক নাগরিক,নাইজেরিয়া,বাহিনী,ভুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close