• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো মেক্সিকো

প্রকাশ:  ০৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১৩
আন্তর্জাতিক ডেস্ক

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ মধ্য মেক্সিকোর বেশিরভাগ অংশ। আতঙ্কে অনেকে ভয়ে রাস্তায় নেমে আসে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির সিসমোলজিক্যাল ইনস্টিটিউট এই তথ্য জানিয়েছে। ভূমিকম্পে মেক্সিকো সিটিতে প্রথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিওতে বলেন, আপাতদৃষ্টিতে ভূমিকম্পটি খুব একটা শক্তিশালী ছিল না। যাই হোক, আমরা খুব শিগগির বিস্তারিত তথ্য জানাবো।

জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পুয়েব্লা রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে। স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পটি বেশ কয়েকটি শহরে অনুভূত হলেও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মেক্সিকো পাঁচটি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে একটি। সূত্র: বিবিসি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মেক্সিকো,শক্তিশালী,ভূমিকম্প
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close