• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গাজা এখন পৃথিবীর নরক

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০২৩, ২৩:১৪
পূর্বপশ্চিম ডেস্ক

উত্তর গাজার পর দক্ষিণে ছড়িয়ে পড়েছে ইসরাইলের নৃশংস হত্যাযজ্ঞ। গাজার আনাচে-কানাচে পৌঁছে গেছে ইসরাইলের থাবা। চারদিকে শুধু ধ্বংসের স্তূপ। ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ। ক্ষত-বিক্ষত হওয়া মানুষের হাসপাতালেও নিস্তার নেই। সেখানেও হামলা চালাচ্ছে ইসরাইলের সেনারা।

দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে এরই মধ্যে ছড়িয়ে পড়ছে মহামারি। সঙ্গে তীব্র খাদ্য সংকট। বেঁচে থেকেও মরার মতো জীবন পার করছে ফিলিস্তিনিরা। নরকের স্বাদ যেন পৃথিবীতেই নিচ্ছে নিরুপায় গাজাবাসী।

জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি চরম উদ্বেগের সঙ্গে বলেছেন, ‘ফিলিস্তিনিদের জন্য গাজা এখন পৃথিবীর নরক।’

মঙ্গলবার রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার গাজার দক্ষিণের রাফাহ ক্রসিং পরিদর্শনের পর লাজারিনি এ মন্তব্য করেছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস বলেছেন, ‘দক্ষিণ গাজার আক্রমণ উত্তরের চেয়ে কম নয়।’ রয়টার্স, বিবিসি।

সোমবার রাতে দক্ষিণের শহর রাফাহতে ভয়াবহ বিমান হামলা চালায় হত্যাকারী ইসরাইল বাহিনী। হামলায় সাত শিশু ও অন্তত পাঁচ নারীসহ ২০ জন নিহত হয়েছে। ধসে পড়েছে ভবন। ধ্বংসস্তূপের নিচেও আটকা পড়েছে অনেকেই। যন্ত্রপাতির অভাবে হাত দিয়েই ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধার করছেন উদ্ধারকারীরা। বিধ্বস্ত শহরটিতে মহামারিও ছড়িয়ে পড়ছে বাতাসের বেগে। ডায়রিয়া ও ইনফ্লুয়েঞ্জার সঙ্গে সংক্রমণ ছড়াচ্ছে গুটিবসন্তও।

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নতুন হুঁশিয়ারিতে বলেছেন, যুদ্ধ শেষের পরও ইসরাইল সেনাদের নিয়ন্ত্রণে থাকবে গাজা। এদিকে গাজায় মানবিক যুদ্ধবিরতির দাবিতে মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত ২টা) জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বসার কথা।

অধিবেশনে যুদ্ধবিরতির দাবিতে ভোটাভুটি হবে। এই অধিবেশন ডেকেছেন সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস। শুক্রবার যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ভেটো দেওয়ার পর আরব দেশগুলো ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের এ বিশেষ অধিবেশন আহ্বান করে জাতিসংঘ।

শুক্রবারের ভোটাভুটিতে ব্যর্থতার পর সাধারণ পরিষদের সব সদস্য দেশকে লেখা চিঠিতে ৩৭৭ ধারার কথা উল্লেখ করেন ফ্রান্সিস। এর আগে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ১৫ সদস্য দেশের ১৩টিই প্রস্তাব সমর্থন জানায়।

যুক্তরাজ্য ভোট প্রদানে বিরত থাকে। আর প্রস্তাবের বিরোধিতা করে একমাত্র দেশ হিসাবে ভেটো দেয় পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সেবার জাতিসংঘ সনদের বিশেষ ক্ষমতার ৯৯ ধারা প্রয়োগ করে নিরাপত্তা পরিষদকে অধিবেশনে বসান।

গাজা,নির্মম হত্যাযজ্ঞ,ফিলিস্তিনি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close