• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিল ইসরাইল

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০২৪, ০০:১৩
পূর্বপশ্চিম ডেস্ক

এলি কোহেনকে সরিয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের অনুমোদন দিয়েছে ইসরাইল। পূর্বনির্ধারিত মন্ত্রীত্বের ক্রমানুযায়ী এলি কোহেন জ্বালানি মন্ত্রী হিসেবে কাজ করবেন। সেইসঙ্গে দেশটির নিরাপত্তা পরিষদের সদস্যও থাকবেন কোহেন। আর কাটজ হবেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। সরকারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটি। খবর রয়টার্সের।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত ও ২৪০ ইসরাইলিকে জিম্মি করা হয়। হামাসের হামলার প্রতিবাদে পাল্টা অভিযান শুরু করে ইসরাইল। এ অভিযান এখনো চলছে। যাতে এখন পর্যন্ত সাড়ে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরাইলের পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে আসন্ন ফেব্রুয়ারিতে পৌর নির্বাচন হতে যাচ্ছে দেশটিতে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সাধারণত যুদ্ধকালীন সময়ে নির্বাচন করি না, তবে এ নির্বাচনগুলো আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। আর ইতোমধ্যেই একবার নির্বাচনের তারিখ স্থগিত করা হয়েছে। তাই এটি অনুষ্ঠিত হবে।

ইসরাইল,পররাষ্ট্রমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close