• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২৪, ১৭:৪৫
পূর্বপশ্চিম ডেস্ক

ইংরেজি নববর্ষের দিনে জাপানে আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প। সপ্তাহ পেরিয়ে গেছে, এখনো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় সেখানকার হাজারো মানুষ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬১। গতকাল সোমবার (৮ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জাপানের ওই ভূমিকম্পে হতাহতদের সবশেষ পরিস্থিতি এভাবেই জানানো হয়। তবে একদিন পরেই নতুন করে আরেক ভূমিকম্পে কেঁপে উঠল জাপান।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে দেশটির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি জাপান সাগরের উপকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে। গত ১ জানুয়ারির ভূমিকম্পের পর যেসব অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে সেখানেও এ কম্পন অনুভূত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর এখনো ১০৩ ব্যক্তি নিখোঁজ আছেন। এই ভূমিকম্পের ফলে বড় আকারে অগ্নিকাণ্ড দেখা দেয় এবং পশ্চিমাঞ্চলীয় ইশিকাওয়া প্রিফেকচারে সুনামির ফলে এক মিটার উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানে।

জাপান সরকারের তথ্যমতে, নববর্ষের প্রথম দিনের ভূমিকম্পের পর এখনো প্রায় ৩০ হাজার মানুষ সরকারি আশ্রয় কেন্দ্রে রয়েছেন। প্রায় ৬০,০০০ বাড়ি পানি ও ১৫,৬০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। আর ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বর্তমানে তুষারপাত হচ্ছে। ফলে সেখানে উদ্ধারকারীদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

আন্তর্জাতিক,ভূমিকম্প,জাপান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close