• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

কলম্বিয়া ভূমিধসে নিহত ১৮

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২৪, ২১:৪৪
পূর্বপশ্চিম ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমে ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।

চোকো ডিপার্টমেন্ট অঞ্চলের গভর্নর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় মেদেলিন ও কুইবদো শহরকে যুক্ত করে যে সড়ক, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, রাস্তায় কারমেন ডি আত্রাতো পৌরসভার কাছে ‘অনেক মানুষ’ তাঁদের যানবাহন ফেলে ‘একটি বাড়িতে আশ্রয় নেন’। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভূমিধসে তাঁরা চাপা পড়েন। যত দূর জানা গেছে, ১৮ বা এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট ফ্রানসিয়া মারকুইজ এক্সে জানিয়েছেন, দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন।

কারমেন ডি আত্রাতোর মেয়র জেইস হেরেরা স্থানীয় টেলিভিশন স্টেশন কারাকোলকে বলেন, ভূমিধসে লোকজন ‘গুরুতর আহত’ হয়েছেন। এ ছাড়া অনেকে এখনো মাটির নিচে আটকা পড়ে আছেন। তবে কতজন, সেই সংখ্যা তিনি জানাননি।

সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা গেছে, কাদা ও ভূমিধসে অনেকগুলো গাড়ি দুমড়েমুচড়ে গেছে।

প্রশান্ত মহাসাগরের তীরবর্তী চোকো ডিপার্টমেন্ট বিশাল ক্রান্তীয় বনভূমির আবাস। সেখানে গতকাল শনিবার দিনভর ভারী বৃষ্টি হয়েছে।

কলম্বিয়া,ভূমিধস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close