• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চীনে টানা দ্বিতীয় বছর জনসংখ্যা কমেছে

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৪, ১৬:০৫
আন্তর্জাতিক ডেস্ক

চীনে টানা দ্বিতীয় বছর জনসংখ্যা কমেছে। ২০২২ সালে যে জনসংখ্যা ছিলো, তার তুলনায় ২৩ সালের জনসংখ্যা ২০ লাখ ৮০ হাজার কম। বেইজিংয়ের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২৩ সালের শেষে চীনের জনসংখ্যা ছিলো ১৪০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। অকাল মৃত্যু ও করোনায় মৃত্যুর কারণে চীনের জনসংখ্যা কমছে বলে জানানো হয়েছে।

এদিকে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলেছে, চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) গত বছরের একই সময়ের তুলনায় ২০২৩ সালের শেষ তিন মাসে ৫.২ শতাংশ বেড়েছে। ২০২২ সালে করোনার ধাক্কার পর এই হার ছিলো ৩ শতাংশ।

১৪০ কোটি জনসংখ্যার দেশ চীনে বর্তমান জন্মহার রেকর্ড পরিমাণ কম। আর এ কারণে দিন দিন কমছে কর্মক্ষম মানুষের সংখ্যা। বিশ্লেষকদের বলছেন, জন্মহার কমের বিষয়টি চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কোণঠাসা করে দিতে পারে।

সর্বশেষ চীনের জনসংখ্যা কমেছিলো ১৯৬০ সালে। মাও সে তুংয়ের বিপর্যয়কর কৃষি নীতির কারণে দুর্ভিক্ষের কবলে পড়েছিলো দেশটির মানুষ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জনসংখ্যা,চীন,বছর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close