• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজতন্ত্রের সমালোচনা করায় থাই তরুণের ৫০ বছরের কারাদণ্ড

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০২৪, ২১:২৩
পূর্বপশ্চিম ডেস্ক

রাজতন্ত্রের সমালোচনা করার অভিযোগে মংকোল থিরাকোট নামে (২৯) এক তরুণকে ৫০ বছরের কারাদণ্ড দিয়েছে থাইল্যান্ডের একটি আদালত।

এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, নিজের ফেসবুকে থাই রাজতন্ত্রের সমালোচনা করে পোস্ট দিয়েছিলেন তিনি। এর জেরে তাকে আদালতের মুখোমুখি করা হয়। ২০২৩ সালের জানুয়ারিতে তাকে দেশটির একটি বিচারিক আদালত ২৮ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এই সাজার রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। আপিল আদালতে তিনি আরও ১১টি অপরাধে দোষী সাব্যস্ত হন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর চিয়াং রাইয়ের একটি আপিল আদালত তার সাজা বৃদ্ধি করে রায় দেয়।

একটি আইনি অধিকারগোষ্ঠী বলছে, থাইল্যান্ডের রাজতন্ত্রের মানহানিবিরোধী কঠোর আইনের (লিজ-ম্যাজিস্টি আইন) অধীনে কোনো ব্যক্তিকে দেওয়া সবচেয়ে দীর্ঘ কারাদণ্ড এটি।

থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটস (টিএলএইচআর) এক বিবৃতিতে বলেছে, বিচারিক আদালত আগেই মংকোলকে ২৮ বছরের কারাদণ্ড দেন। আর আপিল আদালত দিয়েছেন আরও ২২ বছরের কারাদণ্ড। ফলে এখন তার কারাদণ্ডের মোট মেয়াদ দাঁড়াল ৫০ বছর।

তবে এ ৫০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে আপিল করবেন মংকোল।

থাই রাজতন্ত্রকে যেকোনো ধরনের সমালোচনা থেকে সুরক্ষা দেয় লিজ-ম্যাজিস্টি আইন। এই আইনে দীর্ঘতম কারাদণ্ডের আগের রেকর্ডটি হয়েছিল ২০২১ সালে। তখন এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

টিএলএইচআরের তথ্যমতে, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি ব্যক্তিকে লিজ-ম্যাজিস্টি আইনে অভিযুক্ত করা হয়েছে।

মামলা,গ্রেপ্তার,আইন ও আদালত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close