• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কেনিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক বিস্ফোরণে নিহত ৩

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২২
পূর্বপশ্চিম ডেস্ক

কেনিয়ার রাজধানী নাইরোবিতে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৩ জন নিহত ও ২৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতের আগে রাজধানীর উপকণ্ঠে এমবাকাসি পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার ৯ ঘণ্টার বেশি সময় পর স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সরকারের মুখপাত্র ইসহাক মাইগুয়া মওয়ারা এক্সে এক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, বিস্ফোরণের ঘটনায় আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আগুনে ছোট ও মাঝারি ধরনের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানসহ বাণিজ্যিক স্থাপনা ও বেশ কিছু পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্শ্ববর্তী এলাকার আবাসিক বাড়িঘরে এ আগুন ছড়িয়ে পড়ে। শেষ রাতের দিকে হওয়ায় বাড়িঘরে লোকজন তখন ঘুমে ছিলেন।

পুলিশের উপমহাপরিদর্শক ডগলাস কানজা সাংবাদিকদের বলেন, আহত ব্যক্তিদের নাইরোবির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

নাইরোবি হাসপাতালের বাইরে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্থাপিত তাঁবুতে চিকিৎসা নিচ্ছিলেন স্থানীয় বাসিন্দা ৩৪ বছর বয়সী ভিভিয়ান নাইজেরি। বিস্ফোরণের ঘটনার সময় তিনি মাত্র কাজ শেষে বাসায় ফিরেছিলেন। বিস্ফোরণে তাঁর পিঠ ও হাতে ক্ষত হয়েছে। তিনি বলেন, ‘বাইরে সব জায়গায় আগুন ছিল। আমরা দৌড়াচ্ছিলাম আর চিৎকার করছিলাম।’

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরেই তাঁরা এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছিলেন। ম্রাদি এলাকায় প্রতিদিন গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক আসা-যাওয়া করে। ২০১৯ সালের জনশুমারি অনুযায়ী সেই এলাকায় ১০ লাখের বেশি মানুষ বাস করেন। বিস্ফোরণের কারণে অনেক এলাকার মানুষই রাতে বাড়ির বাইরে কাটিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে বেশ কয়েকটি বাড়ির কাছে আগুনের কুণ্ডলী দেখা গেছে।

যেখানে আগুন লেগেছিল সেই রাস্তার বিপরীত পাশেই থাকেন জেমস এনগোগে। তিনি বলেন, ‘পুরো ভবন প্রচণ্ডভাবে কেঁপে উঠল, মনে হলো ভেঙে পড়বে। প্রথমে ভেবেছি ভূমিকম্প, কারণ জানতামও না কী ঘটছে। সড়কের ধারে আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে, যা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’

কেনিয়ার এনার্জি ও পেট্রোলিয়াম রেগুলেটরি অথরিটি (ইপিআরএ) শুক্রবার জানায়, এখানে তরল পেট্রোলিয়াম গ্যাসের মজুত ও ফিলিং প্ল্যান্টের অবকাঠামো তৈরির অনুমতি চেয়ে করা আবেদন তিনবার বাতিল করা হয়েছিল। বাতিল করার মূল কারণ ছিল নকশায় নিরাপত্তার স্বার্থে যে নির্ধারিত দূরত্ব রাখার কথা, তা ছিল না। কারণ, এলাকাটি অনেক বেশি ঘনবসতিপূর্ণ।

২০১১ সালে এমবাকাসি এলাকার একটি বস্তিতে পাইপলাইন থেকে জ্বালানি ছড়িয়ে পড়েছিল। পরে সেখানে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

কেনিয়া,বিস্ফোরণ,গ্যাস,আগুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close