• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে আর্জেন্টিনা

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩০
পূর্বপশ্চিম ডেস্ক

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই ঘোষণা দিয়েছেন তেল আবিব থেকে জেরুজালেমে তাদের দূতাবাস সরিয়ে নেবেন। ৫৩ বছর বয়সী এই অর্থনীতিবিদ একজন জাদরেল রাজনীতিক।

যিনি গত বছর দোর্দণ্ড প্রতাপের সঙ্গে নির্বাচনে জয়ী হয়ে আর্জেন্টিনার ক্ষমতায় অধিষ্ঠিত হন।

রাজধানী তেল আবিবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে বেন গুরিয়ান বিমানবন্দরে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে এসেই তিনি এসব কথা বলেন। তিনি জানান, তার পরিকল্পনা হচ্ছে জেরুজালেমেই হবে আর্জেন্টিনার দূতাবাস।

এ ঘোষণার আগেই উষ্ণ সংবর্ধনা দেয়া হয় আর্জেন্টিনার প্রেসিডেন্টকে। মিলেই এর এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ইরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু এবং মিলেই দুজনেই রাজনৈতিকভাবে ডানপন্থী। মিলেইকে অনেকসময় আমেরিকার ডানপন্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তুলনা করা হয়। তবে মিলেই বরাবরই অর্থনৈতিকভাবে উদারপন্থী-এমনটা মনে করা হয়।

মিলেই ইসরায়েলে নেমেই জেরুজালেমে যান এবং ইহুদীদের কাছে পবিত্র পশ্চিমা দেয়াল বলে পরিচিত পূণ্য স্থানে মাথা ছুইয়ে প্রার্থনায় অংশ নেন।

দূতাবাস,জেরুজালেম,আর্জেন্টিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close