• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মার্কিন আকাশে আবারও গুপ্তচর বেলুন

প্রকাশ:  ০২ মার্চ ২০২৪, ১৯:৪০
পূর্বপশ্চিম ডেস্ক

মার্কিন আকাশে আবারও গুপ্তচর বেলুন শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কার উপকূলীয় এলাকায় এটি শনাক্ত হয়েছে। শনিবার (০২ মার্চ) ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কয়েকজন মৎসজীবী বেলুনটি দেখতে পান। এরপর বিষয়টি দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) অবহিত করা হয়েছে।

সম্পর্কিত খবর

    ফাইনান্সিয়াল টাইমস জানিয়েছে, কর্মকর্তারা বেলুনের বিষয়ে এখনও কোনো বিবৃতি দেননি। তবে সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, কর্মকর্তারা বেলুনটির বিষয় আসলে কি তা এখনও নিশ্চিত হতে পারেননি। তবে এফবিআই বলছে, এটি বিদেশি দেশগুলোর দ্বারা ব্যবহৃত নজরদারি বেলুনের অনুরূপ।

    এর আগে গত সপ্তাহে আলাস্কার আকাশে একটি গোয়েন্দা বেলুন শনাক্ত করা হয়েছিল। এরপর মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান বেলুনটিকে ধ্বংস করে দিয়েছিল। এরপর আবার শুক্রবার নতুন আরেকটি বেলুন শনাক্ত হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, মৎসজীবীরা বেলুন দেখে তারা এর ছবি এফবিআইয়ের কাছে পাঠিয়েছে। তবে আসলে এটি গোয়েন্দা বেলুন কিনা তা তারা নিশ্চিত হতে পারেননি।

    অন্যদিকে এফবিআই জানিয়েছে, এটি আসলে একটি গোয়েন্দা বেলুন। গত বছর ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দেখা দেওয়া গোয়েন্দা বেলুনের সঙ্গে মৎস্যজীবীদের পাঠানো বেলুনের সাদৃশ্য রয়েছে।

    এফবিআই জানিয়েছে, গোয়েন্দা বেলুনটি চীন পাঠিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি গত সপ্তাহে ধ্বংস করা বেলুনটি কোথা থেকে এসেছে তাও এখনও স্পষ্ট হতে পারেনি সংস্থাটি।

    জানা গেছে, গোয়েন্দা বেলুন সর্ম্পকে ইতোমধ্যে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বেলুনটি ধ্বংস করে সেটির অবশিষ্টাংশ এফবিআই ল্যাবে পাঠানোর অনুরোধও করেছে সংস্থাটি।

    এদিকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ন্যাশনাল আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বেলুনটি পরীক্ষা করেছে। আমাদের কাছে এটিকে গুপ্তচর মনে হয়নি। সম্ভবত এটি কেউ শখের বসে উড়িয়েছে।

    গোয়েন্দা বেলুন,মার্কিন আকাশ,আলাস্কা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close