• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কাশানির মৃত্যু

প্রকাশ:  ০৩ মার্চ ২০২৪, ১৮:০১ | আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২০:৩১
পূর্বপশ্চিম ডেস্ক

ইরানের প্রবীণ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কাশানির মৃত্যু হয়েছে। শনিবার (০২ মার্চ) হৃদযন্ত্রের ক্রিয়া হয়ে তার মৃত্যু হয়। ইরানের বার্তা সংস্থা ইরনা ও তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাশানি তেহরানের জুমার নামাজের অন্তর্বর্তীকালীন নেতা ছিলেন। এ ছাড়া তিনি দেশটির অ্যাসেম্বলির বিশেষজ্ঞ দলের সদস্য ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে এ বিশেষজ্ঞ দলটি।

সম্পর্কিত খবর

    সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ কাশানি ১৯৩১ সালের ৩ অক্টোবর জন্মগ্রহণ করেন। এ হিসেবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

    প্রবীণ এ আলেম তেহরানের শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয়ের প্রধানও ছিলেন। তিনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে বিজয়ের পর বিভিন্ন ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    আয়াতুল্লাহ কাশানি,ইরানের ধর্মীয় নেতা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close