• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সৌদিতে টানা ৪ দিন ভারী বৃষ্টিপাতের শঙ্কা, সতর্কতা জারি

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২৪, ০৮:৪২
নিজস্ব প্রতিবেদক

মরুর দেশ সৌদি আরবে শনিবার (২০ এপ্রিল) থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা চারদিন ভারী বৃষ্টিপাতের শঙ্কা তৈরি হয়েছে। সতর্কতা জারির পাশাপাশি সৌদির আবহাওয়া বিভাগ সাধারণ মানুষকে এই সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এই চারদিন সৌদির বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে।

পবিত্র নগরী মক্কা ও এটির আশপাশের অঞ্চল তাঈফ, মায়সান, আদহাম, রানিয়াহ ও আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে বৈরী থাকতে পারে। অন্যদিকে রিয়াদ, সাথে ওয়াদি আল দাওয়াসিরে মাঝারি বৃষ্টিপাত হবে।

দেশটির আবহাওয়া দপ্তর সম্ভাব্য ধূলিঝড়ের সতর্কতা দিয়ে বলেছে, উচ্চগতিসম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে। এতে করে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে।

এই ৪ দিন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়া দপ্তর তাদের নির্দেশনায় বৃষ্টির সময় উপত্যকা ও জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে।

সৌদি আরব,বৃষ্টিপাত,সতর্ক সংকেত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close