• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জার্মানিতে নববর্ষের অনুষ্ঠানে নারীদের জন্য বিশেষ ‘নিরাপদ জোন’

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০১৭, ২২:৪৪
আন্তর্জাতিক ডেস্ক
নববর্ষ উদযাপনে জার্মানির বৃহত্তম আয়োজকদের একটি দল নারীদের জন্য বিশেষ ‘নিরাপত্তা জোন’ স্থাপন করেছে। বার্লিনের ব্রান্ডেনবার্গ গেইটে আয়োজিত ওই অনুষ্ঠানে অংশ নেয়া যে নারীরা হয়রানি অথবা নিরাপত্তার হুমকি অনুভব করবেন তারা বিশেষ এই নিরাপত্তা জোনে আশ্রয় নিতে পারবেন। দেশটির কোলন শহরে দুই বছর আগে নববর্ষের অনুষ্ঠানে নারীরা যৌন হয়রানি, লুটপাটের শিকার হয়েছিলেন। এ ঘটনার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও সমালোচনা শুরু হয়। এর দুই বছর পর বার্লিনের ব্রান্ডেনবার্গ গেইটের নতুন বছর উদযাপনের অনুষ্ঠানে নারীদের জন্য বিশেষ এ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

    রোববার ‘পার্টি মাইল’ শিরোনামে আয়োজিত ওই অনুষ্ঠানে হাজার হাজার জার্মান নাগরিক অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। রোববার সকাল থেকে অনুষ্ঠানস্থলে আতশবাজি, ব্যান্ড সংগীত ও ডিজে শুরু হওয়ার কথা রয়েছে। বার্লিন পুলিশ বলছে, ব্রান্ডেন গেইটের এই অনুষ্ঠানে জার্মান রেড ক্রসের সদস্যদের কাছে সহায়তা চাইতে পারবেন নারীরা। সূত্র: দ্য গার্ডিয়ান।
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close