• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সু চির পদক্ষেপে নোবেল ফাউন্ডেশন প্রধানের দুঃখ প্রকাশ

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৮, ১১:৪৫
আন্তর্জাতিক ডেস্ক

সু চির পদক্ষেপে দুঃখ প্রকাশ করলেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন।

সুইডেনের রাজধানী স্টকহোমে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মিয়ানমারের বেসামরিক নেতা হিসেবে অং সান সু চির সাম্প্রতিক পদক্ষেপ দুঃখজনক। তবে এর জন্যে তাঁর শান্তিতে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া হবে না।

হেইকেনস্টেন বলেন, ‘মিয়ানমারে সু চিকে আমরা যা করতে দেখছি, তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আমরা মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছি, যেটি আমাদের মূল মূল্যবোধের একটি। সুতরাং বলা যায়, এ জন্য তিনি দায়ী। এটা খুবই দুঃখজনক।’

গত মাসে জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অনুসন্ধান করে একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে অভিযুক্ত করা হয়। প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে সাত লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। ওই প্রতিবেদনে সু চিকে বেসামরিক লোকদের অধিকার রক্ষায় ব্যর্থ বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে মিয়ানমারে বেসামরিক সরকার ব্যবস্থা ফিরলে নির্বাচনে জিতে সু চি মিয়ানমারের স্টেট কাউন্সিলর হন। বড় ধরনের কোনো অপরাধের কথা স্বীকার না করলেও গত মাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাখাইনের পরিস্থিতি হয়ত আরও ভালোভাবে সামলানো যেত।

-এসএমএ

নোবেল,সু চি,রোহিঙ্গা,মিয়ানমার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close