• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আফগানিস্তানে জঙ্গি হামলায় ৮ পুলিশ নিহত

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৯, ২০:০১ | আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২০:১৩
আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে গতরাতে তালেবান জঙ্গি হামলায় অন্তত আট আফগান পুলিশ নিহত ও দুইজন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) প্রাদেশিক পরিষদের কর্মকর্তা সফদার মোহসেনি বলেন, কয়েক শ' জঙ্গি বন্দুক ও রকেট চালিত গ্রেনেডে সজ্জিত হয়ে বাগলান-সামাঙ্গান প্রধান সড়কের সাফার বা-খাইর নিরাপত্তা চৌকিতে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আট পুলিশ নিহত ও অপর দুই জন আহত হয়।

এই সংঘর্ষে বেশ কয়েকজন জঙ্গিও হতাহত হয়েছে। তবে জঙ্গিরা সঙ্গীদের লাশ নিয়ে যাওয়ায় তাদের সঠিক সংখ্যা জানা জায়নি। তিনি আরো বলেন, জঙ্গিরা নিরাপত্তা চৌকিটি দখল করে ফেলে এবং সমস্ত অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়।

কাবুল থেকে ১৬০ কিলোমিটার উত্তরের ওই প্রদেশে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তালেবান জঙ্গিদের সংঘর্ষ হয়ে আসছে। এদিকে মঙ্গলবার রাতে দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের সেনা শিবিরে তালেবান জঙ্গিদের একটি বোমা হামলায় পাঁচ সৈন্য নিহত ও অপর ছয় জন আহত হয়।

পিবিডি/ হাসনাত

আফগানিস্তান,জঙ্গি,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close