• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শহিদ কন্যার স্বপ্ন পূরণের দায়িত্ব নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৪ | আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫২
আন্তর্জাতিক ডেস্ক

তাকে নিয়েই যত স্বপ্ন ছিল বাবার। সেই বাবাই পুলওয়ামার পথে শহিদ হয়ে গেলেন। ছোট্ট ইশাকে ডাক্তার বানানোর বাবার সেই স্বপ্নের তবে কী হবে? এগিয়ে এলেন ভারতবর্ষের অন্যতম চর্চিত একজন মহিলা। প্রিয়াঙ্কা গান্ধী। পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলায় শহিদ অজিত কুমার আজাদের মেয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি।

ছোটবেলা থেকেই মেধাবী ইশা। বাবা অজিতের চোখের মণি সে। শুধু বাবার ইচ্ছেই নয়, সে নিজেও চায় ডাক্তার হতে। কিন্তু বাবার মৃত্যুতে সেই ইচ্ছে পূরণে যখন সংশয়, তখনই এগিয়ে এলেন প্রিয়াঙ্কা।

উত্তরপ্রদেশের উন্নাও জেলার অজিত কুমার আজাদের বাড়িতে গিয়েছিলেন স্থানীয় কংগ্রেস নেত্রী অন্নু ট্যান্ডন। তাঁর কাছ থেকেই ইশার ঘটনা ও তাঁর ইচ্ছের কথা শোনেন প্রিয়াঙ্কা। এমনকি কথাও বলেন ছোট্ট মেয়েটির সঙ্গে। ইশার ইচ্ছের কথা শুনে তাকে প্রিয়াঙ্কা বলেন, 'তোমার স্বপ্ন পূরণ হবে ৷ তোমার যা সাহায্য লাগবে আমি তোমাকে করব, প্রতিজ্ঞা করলাম।' যা শুনে এই চরম দুঃসময়ে আশ্বস্ত শহিদ অজিতের পরিবার। সূত্র: এই সময়

পিবিডি/টিএইচ

প্রিয়াঙ্কা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close