• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাতাকাটা পোশাক পরায় নিগৃহীত নারী

প্রকাশ:  ০৯ মার্চ ২০১৯, ১৬:৪৩ | আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৬:৫১
আন্তর্জাতিক ডেস্ক

নারী দিবসে হাতাকাটা পোশাক পরে কলেজে যাওয়ায় হেনস্থার শিকার হয়েছেন ভারতীয় এক ছাত্রী। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ওই ছাত্রী দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে বিকম অনার্সে প্রথম বর্ষে পড়েন। তার অভিযোগ, তার পোশাক নিয়ে অযথা বিতর্ক তৈরি করছেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তিনি হাতকাটা কুর্তি পরে কলেজে আসায় তাকে ছাত্র সংসদের সদস্যরা অপমান করেন। এমনকি তাকে ভয়ও দেখানো হয়।

এ সময় তার পক্ষ নিয়ে কথা বলতে যাওয়ায় ছাত্র সংসদের সদস্যদের হাতে নিগৃহীত হন তার বন্ধুরাও। যদিও কলেজের তৃণমূল পরিচালিত ইউনিয়ন এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। ঘটনাটি কলেজের প্রিন্সিপালকে জানানো হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় পাটুলি থানার পুলিশ।

ওই ছাত্রীর অভিযোগ, প্রথম ক্লাস হয়ে যাওয়ার পরে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সদস্য আমাকে ক্লাসের বাইরে ডাকেন। আমি বাইরে যেতেই ওরা আমার পোশাক নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন। আমাকে বলা হয়, হাতকাটা পোশাক পরে কলেজে আসা যাবে না। নানা অশালীন কথাবার্তাও বলেন ওরা।

এ সময় ওই ছাত্রীর কয়েকজন বন্ধু এগিয়ে গেলে ইউনিয়নের সদস্যরা তাদের মারধর করে জামা ছিঁড়ে দেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পাটুলি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি ঠিকই। কিন্তু কলেজের প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয়েছে।

পিবিডি/ ইকা

নারী,নির্যাতন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close