• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মোদি-শাহকে মন্ত্রোচ্চারণের চ্যালেঞ্জ মমতার

প্রকাশ:  ২০ মার্চ ২০১৯, ০২:১০
আন্তর্জাতিক ডেস্ক

তার ধর্ম নিয়ে প্রশ্ন তোলায় বিজেপির ওপর প্রবল চটলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (১৯ মার্চ) দোল সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমার বা এই রাজ্যের মানুষের ‘সাম্প্রদায়িক সম্প্রীতি'র অর্থ জানার জন্য ‘বিদ্বেষের রাজনীতি করা বিজেপি'র কাছে যেতে হবে না। কয়েকজন আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন। আমি তাদের জানাই, আমার ধর্ম হল মানবতা। আর ধর্ম নিয়ে অন্য কেউ জ্ঞান দিলে তা আমি শুনব না।

সম্পর্কিত খবর

    মমতা বলেন, তারা (বিজেপি) আমার দিকে আঙুল তোলার চেষ্টা করছে এবং বলছে আমি নাকি পশ্চিমবঙ্গে পুজো করতে দেন বা। তারা দেখে আসুক তৃণমূল শাসনে কতগুলো মন্দির তৈরি হয়েছে এই রাজ্যে।

    বিজেপি বহুবার মমতার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছে এবং একাধিবার দাবি করেছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তোষণের রাজনীতি করেন।

    মমতা বলেন, আমি দোল খেলায় বিশ্বাস করি। কারণ, এটা রঙের উৎসব। খুব মন থেকেই খেলাটি পছন্দ করি আমি। অন্য অনেকের মতো নয়, যারা রক্ত দিয়ে হোলি খেলতে পছন্দ করে। বিজেপির কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্বন্ধে কোনও কথা শুনব না আমি।

    দোল ও হোলির দিন যাতে এই রাজ্যে কোনও গন্ডগোল না হয়, সেইদিকে নজর রাখতেও এই রাজ্যের মানুষদের অনুরোধ করেন তিনি।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close