• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৯ বছর পর মধুর ক্যান্টিনে ছাত্রদল

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৭
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের মধুর ক্যান্টিনে প্রবেশ করেছে ছাত্রদলের নেতারা।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে দীর্ঘ ৯ বছর পর মধুর ক্যান্টিনে প্রবেশ করলো সংগঠনটি।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীর নেতৃত্বে ২৫/৩০ জন নেতাকর্মী মধুর ক্যান্টিনে প্রবেশ করে।

পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মধুর ক্যান্টিনে নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন।

এ বিষয়ে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী বলেন, ডাকসু নির্বাচনের উদ্যোগ আমরা স্বাগত জানিয়েছি। সহাবস্থান নিশ্চিত না করে ভোটকেন্দ্র হল থেকে না সরিয়ে প্রশাসন তফসিল ঘোষণা করেছে। পরিবেশ পরিষদে বেশিরভাগ সংগঠনের দাবিকে অগ্রাহ্য করে একটি ছাত্র সংগঠনকে জেতানোর পাঁয়তারা চলছে। অথচ সুষ্ঠু ও সব শিক্ষার্থীর কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উপাচার্য আখতারুজ্জামান স্যারকে সাত দফা দিয়েছি। অন্য ছাত্রসংগঠনগুলোও পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করার দাবি তুলেছে। কিন্তু প্রশাসন একটা দাবিও মানেনি। সার্বিক বিষয় নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা কথা বলবো।

এদিকে, মধুর ক্যান্টিনে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত আছেন বলে জানা গেছে।

পিবিডি/এসএম

ছাত্রদল,মধুর ক্যান্টিন,ঢাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close