• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রমজানে স্কুল খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের: হাইকোর্ট

প্রকাশ:  ৩০ মার্চ ২০২২, ১৬:২০
নিজস্ব প্রতিবেদক

রমজানে স্কুল বন্ধ রাখার বিষয়ে একটি রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট বলেছেন, ‌রমজানে প্রাথমিক বিদ্যালয় খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের। এখানে আমরা কী করতে পারি?

বুধবার (৩০ মার্চ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, রিট আবেদনটি আদালতে জমা দিয়েছি। এ বিষয়ে বৃহস্পতিবার আবারো শুনানি হতে পারে।

এর আগে গত ২৭ মার্চ পবিত্র রমজান মাসে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এতে বিবাদী করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে।


পূর্বপশ্চিম/এসকে

হাইকোর্ট,রমজানে স্কুল খোলা,স্কুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close