• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শাহজালালে হেরোইন উদ্ধার

ঢাকার আদালতে পাকিস্তানি নাগরিকের যাবজ্জীবন

প্রকাশ:  ১২ অক্টোবর ২০২৩, ১৫:৩০
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানি দুই নাগরিকের কাছ থেকে ১০ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় পাকিস্তানের করাচির পাঞ্জাবের মুলতান থানার এলাহী বক্সের ছেলে আল্লা বক্সরের (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই অর্থ অনাদায়ে তাকে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডিত আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি করাচির পাঞ্জাবের মুলতান থানার এলাহী বক্সের ছেলে আল্লা বক্সসহ (৪৮) পাকিস্তানের দুই নাগরিক শাহজালাল বিমানবন্দর এসে নামেন। তারা বের হওয়ার সময় এপিবিএন ব্যাগ তল্লাশি করে ১০ কোটি টাকা মূল্যের ১০ কেজি ৫০ গ্রাম হেরোইন জব্দ করে। এ ঘটনায় পরের দিন বিমানবন্দর থানায় মামলা করে পুলিশ।

পরে ওই বছরের ৩০ মে পাকিস্তানি ওই দুই নাগরিকের বিরুদ্ধে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। এর পরের বছরের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই মামলার বিচার কার্যক্রম চলাকালে আরেক আসামি করাচির গুলশান-এ-ইকবালের মৃত আব্দুর রহমানের ছেলে মো. হারুন (৬০) মারা যান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উদ্ধার,হেরোইন,যাবজ্জীবন,নাগরিক,ঢাকা,পাকিস্তানি,আদালত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close