• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংরক্ষিত মহিলা আসনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ১৪:০৭
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

২৫ বছরের জন্য জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি মহিলা আসন নিয়ে আনা সংবিধানের সপ্তদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিটে স্পিকার, সংসদ সচিব, মন্ত্রী পরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, ষোড়শ সংশোধনীর রায়ে আপিল বিভাগ বলেছে, ‘সংসদে এখন আর সংরক্ষিত ৫০টি মহিলা আসনের দরকার নেই। আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র অপরিপক্ক।’ তাছাড়াও সংবিধানের ১১ ও ৬৫ অনুচ্ছেদে সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। তাই সংবিধানের সপ্তদশ সংশোধনী সংবিধানের ৭, ১৯, ২৬, ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক।

পরে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দবলেন, রিট আবেদনটির ওপর রোববার (২৭ জানুয়ারি) বিচারপতি মইনুল হোসেন চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।


পিবিডি/মিশু

হাইকোর্ট,সংরক্ষিত নারী আসন,রিট,আদালত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close