• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চিকিৎসক বুলবুল হত্যায় গ্রেপ্তার ৪

প্রকাশ:  ৩০ মার্চ ২০২২, ১৫:৪৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেওড়াপাড়ায় `গরীবের ডাক্তার' খ্যাত দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যায় জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৩০ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বুলবুলের মুঠোফোন ও তাঁকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

গরীব মানুষকে বিনা টাকায় চিকিৎসা দিয়ে ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন আহমেদ মাহী বুলবুল। এর বাইরে পথশিশুদের জন্য কাজ করতেন তিনি। যুক্ত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমেও।

গত রোববার (২৭ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন বুলবুল। তিনি স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের ভগিবালাপাড়ায়।

রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার খুলে চিকিৎসা দিচ্ছিলেন বুলবুল। এর বাইরে তিনি কয়েক বছর ধরে ঠিকাদারির কাজ করছিলেন।

পূর্বপশ্চিম- এনই

চিকিৎসক বুলবুল,গরীবের ডাক্তার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close