• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পেশাদার ছিনতাইকারীদের হাতে খুন হন চিকিৎসক বুলবুল

প্রকাশ:  ৩০ মার্চ ২০২২, ১৭:২৯
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেওড়াপাড়ায় `গরীবের ডাক্তার' খ্যাত দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুল (৩৮) হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চারজনপেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩০ মার্চ) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

গ্রেপ্তাররা হলেন- রায়হান (২৭), রাসেল (২৫), আরিয়ান (২৩), সোলায়মান (২৩)।

হাফিজ আকতার জানান, গ্রেপ্তার চারজন ‘পেশাদার ছিনতাইকারী’। তাদের দলে মোট পাঁচজন ছিল। ছিনতাই করতে গিয়েই তারা বুলবুলকে ছুরি মারে, এর সঙ্গে ওই চিকিৎসকের ‘ঠিকাদারি ব্যবসার বিরোধের কোনো বিষয় নেই।’ গ্রেপ্তারদের কাছ থেকে মোবাইল ফোন ও চাকু উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

গত রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের শেওড়াপাড়ায় মেট্রোরেলের কাছে ছিনতাইকারীরা ডা. বুলবুলকে ছুরিকাঘাত করে। তাকে প্রথমে ওই এলাকার আল হেলাল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

রবিবারই বুলবুলের স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

দন্ত চিকিৎসক বুলবুল মগবাজারে ‘রংপুর ডেন্টাল’ নামের একটি চেম্বারে নিয়মিত রোগী দেখতেন। পাশাপাশি ‘মেসার্স রংপুর ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও চালাতেন।

পূর্বপশ্চিম- এনই

চিকিৎসক বুলবুল,গরীবের ডাক্তার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close