• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৯
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ডিবি মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও থানার মুক্তিযোদ্ধা মৎস্য মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, আব্দুর রব, মো. আরমান, সাইদুর রহমান ও মো. মিজানুর রহমান। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২টি চাপাতি ও ২টি ছুরি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, তেজগাঁও থানার মুক্তিযোদ্ধা পুনর্বাসন সমিতি রেল গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা মৎস্য মার্কেটের সামনে ফ্লাইওভারের নিচে কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্রসহ অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা তেজগাঁও এলাকায় ডাকাতি করার জন্য সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে বলেও তিনি জানান।

গ্রেপ্তারদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

রাজধানী,ডাকাতি,গ্রেপ্তার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close