• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মুঠোফোন চোরাকারবারি চক্রের ২৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৫
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মুঠোফোন চোরাকারবারি চক্রের প্রধানসহ ২৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চক্রের প্রধান মো. রবি (৪৮) নামেরএক ব্যক্তি রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ৩৫৫টি চোরাই ও ছিনতাই হওয়া মুঠোফোন এবং ৫১টি চার্জার জব্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোহেল রানা (২৭), আবদুল মজিদ (২৬), মো. জুয়েল (২৮), আল আমিন (৩৮), সাগর হোসেন (২০), মো. ফাহিম (২০), মো. ইব্রাহিম (৩১), দেলোয়ার হোসেন (৩৯), রানা ইসলাম (২১), রানা চন্দ্রদাস (২৬), সালাউদ্দিন (৪০), মোশারফ হোসেন (২৫), মো. মানিক (২২), মো. সগির (২৮), পারভেজ হোসেন (২৮), সবুজ গাজী (৩৭), আরিফ হোসেন (২০), মুসা শেখ (২৮), সিদ্দিকুর রহমান (২৫), হাদীদ ইকবাল বাপ্পী(৩৫), শামীম রহমান রাহাত (২৮), ইসমাইল (৩৫), আলী ইসলাম (৫০) এবং মো. রাজু (২২)।

    র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন অপরাধীরা এই চক্রের সদস্যদের কাছ থেকে স্বল্পমূল্যে মুঠোফোন কেনেন। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে এসব মুঠোফোন তারা ব্যবহার করছেন।

    পূর্বপশ্চিমবিডি/এসএম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close