• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩৬

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০২৩, ১৩:৪৮
পূর্বপশ্চিম ডেস্ক

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ২ হাজার ১টি ইয়াবা ট্যাবলেট, ১৭ কেজি ২৫৮ গ্রাম গাঁজা, ৩১ গ্রামের ১৪২ পুরিয়া হেরোইন, ৫২টি টাপেন্টাডল ট্যাবলেট ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গ্রেপ্তার,রাজধানী,মাদকবিরোধী অভিযান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close