• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২২, ১৫:১৬ | আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৭:৩৯
জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দুই রিকশা মুখোমুখি সংঘর্ষে ছাত্রী আহতের ঘটনার বিচার দাবি করেন শিক্ষার্থীরা।

বুধবার (৫ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তাদের অন্য দাবিগুলো হলো- ক্যাম্পাসে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা, আহতের চিকিৎসার ব্যয়ভার ক্যাম্পাসের প্রশাসনকে বহন করা, দোষী রিকশাচালককে খুঁজে বের করে শাস্তি প্রদান, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান গতিরোধক নিশ্চিত করা, মোটরবাইক ও ব্যাক্তিগত গাড়ির গতি নিয়ন্ত্রণে আনা এবং বহিরাগতদের গাড়ির প্রবেশ নিষেধ নিশ্চিত করা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী তাওফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারে না, এটা খুবই হতাশাজনক। বিশ্ববিদ্যালয়ে দুইটি রিকশার মুখোমুখি সংঘর্ষে একজন ছাত্রী আইসিইউতে ভর্তি। তাই পুনরায় এমন ঘটনা ঘটার আগে রিকশা, মোটরসাইকেল ও প্রাইভেটকারের নিরাপদ চলাচলে কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ অনিয়ন্ত্রিত গাড়ি চলাচলে এ রকম দুর্ঘটনা শিক্ষার্থীদের জীবনকে অনিশ্চয়তায় ফেলে দিবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে দুইটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের পূজা মজুমদার নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। বর্তমানে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

পূর্বপশ্চিম/অ-ভি

নিরাপদ,ক্যাম্পাসের দাবিতে,জাবি শিক্ষার্থীদের,মানববন্ধন,শিক্ষার্থী,ক্যাম্পাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close