• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে সাব্বির-রাব্বি

প্রকাশ:  ১৬ মার্চ ২০২২, ১৭:৩৪ | আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৭:৪০
ক্যাম্পাস প্রতিনিধি

তিতুমীর কলেজ সাংবাদিক সাংবাদিক সমিতির (সতিকসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে আমার সংবাদের নিজস্ব প্রতিবেদক রাব্বি হোসেন নির্বাচিত হয়েছেন।

সাব্বির আহমেদ তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের এবং রাব্বি হোসেন হিসাববিজ্ঞান বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (১৬ মার্চ) দুপুর ১২ টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও নির্বাচন কমিশনার কামাল উদ্দিন হায়দার।

এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে সময়ের আলোর পত্রিকার মামুন সোহাগ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক স্বদেশ প্রতিদিনের শাহাদাত হোসেন নিশাদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদের শাহিদুজ্জামান সাকিব, অর্থ সম্পাদক পদে সারা বাংলা ডট নেট এর নিফাত সুলতান মৃধা, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় দৈনিক সংবাদ এর মামুনুর রশিদ।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের দুটি পদে পূর্বপশ্চিমবিডি.নিউজ এর মামুনূর রহমান হৃদয় এবং রাইজিংবিডির বিনায়েক রহমান কীর্তি নির্বাচিত হয়েছেন।

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, এশিয়ান টেলিভিশনের প্লানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, চ্যানেল ২৪ এর সিনিয়র ক্রাইম রিপোর্টার(সার্চলাইট) শাহরিয়ার আরিফ। এছাড়াও নির্বাচন কমিশনের সমন্বয়ক ছিলেন সাবেক সভাপতি শামিম হোসেন শিশির।


পূর্বপশ্চিম/এসকে

সাব্বির,রাব্বি,মামুনূর রহমান হৃদয়,তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close