• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইডেন কলেজে মুখোমুখি ছাত্রলীগের দুই পক্ষ

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৫
নিজস্ব প্রতিবেদক

ইডেন কলেজে অবস্থান নিয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে দুই পক্ষ। এতে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সিট বাণিজ্য ও চাঁদাবাজি নিয়ে গণমাধ্যমে কথা বলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী। এতে ক্ষুব্ধ হয়ে তাকে নির্যাতন করা হয়। এ ঘটনায় শনিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে বিক্ষোভ করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাতে অধ্যক্ষকে ১১ দফা দাবি জানিয়ে হলে ফেরেন বিক্ষোভকারীরা।

দুপুর সাড়ে ১২টার দিকে কলেজে ঘুরে দেখা গেছে, ছাত্রলীগ সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান করছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। তারা কলেজের ৩ নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে কলেজের পুকুরপাড় ও আশপাশের এলাকায় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছেন।

ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইমা আক্তার বৈশাখী বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের চাঁদাবাজি, নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা। প্রশাসনের কাছেও ১১ দফা দাবি জানিয়েছি। আমরা নির্যাতন, চাঁদাবাজি ও সিট বাণিজ্যে জড়িতদের শাস্তি চাই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পক্ষ,ছাত্রলীগ,ইডেন কলেজ,মুখোমুখি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close