• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাবির পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ:  ২১ জুন ২০২৩, ২০:৪৪
নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-অফিসার ক্লাব সংলগ্ন পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ জুন) বিকেল ৩টার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারা হলো- বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ অফিসের কর্মচারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান (১০)। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আরেক শিশু ইসলামনগর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)। সে ইসলামনগর মডেল একাডেডির প্রথম শ্রেণির ছাত্র।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উপপ্রধান ডা. রিজওয়ানুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শিশুকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসেন। ততক্ষণে তারা মারা গেছে। তারপরও আমরা তাদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে রেফার করি।

সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জানায় পুকুরে এক শিশু ডুবে গেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের উদ্ধার কর্মীরা উপস্থিত হন। সেখান থেকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

রায়হানের চাচা কামাল হোসেন জানান, সকালে রায়হান ইসলামনগর বাজারে প্রাইভেট পড়তে যায়। পরে তারা ফুটবল খেলা শেষ বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামলে ডুবে মারা যায়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, পুকুরে দুই শিশুর মরদেহ পাওয়া গেছে বলে আমার কাছে ফোন আসে। গিয়ে দেখি ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে যাচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,উদ্ধার,মরদেহ,শিশু,পুকুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close