• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টিএসসিতে ককটেল ফাটিয়ে পালানোর সময় আটক ৩

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২৩, ০১:২৭ | আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০১:২৯
ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ বিস্ফোরণ ঘটে। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আটক তিন জন হলেন- নূর মোহাম্মদ শিকদার (২৩), বখতিয়ার চৌধুরী শাহিন (২৭) ও রুবেল। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে।

বাংলাদেশ ছাত্রলীগের মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আমি রোকেয়া হল হয়ে টিএসসির দিকে আসছিলাম। ১০টা ১০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে হঠাৎ করেই চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণ করে তিন জনকে বাইকে করে পালিয়ে যেতে দেখে আমরা হাতেনাতে আটক করি।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, আমাদের ক্যাম্পাসে যেসব জায়গায় সিসিটিভির আওতায় নেই, সেগুলোকে সিসিটিভির আওতায় নিয়ে আসবো। যেখানে ককটেল ফাটানো হয়েছে, সেখানে সিসিটিভি আছে; আমরা ফুটেজ অ্যানালাইসিস করছি।

তিনি বলেন, আমরা সতর্ক রয়েছি, যার কারণে শিক্ষার্থীরাই তাদের ধরে মারধর করে পুলিশে দিয়েছে। আমরা আগামীকাল (বৃহস্পতিবার) আবার বসবো। যদি বাড়তি নিরাপত্তা দরকার হয়, প্রয়োজনে তা নেওয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আটক,ককটেল,টিএসসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close