• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জবির ’ল’ অ্যালামনাইয়ের সভাপতি মেহেদী, সম্পাদক সুমন

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৪
তারেক হাসান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৪-২০২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আইন বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও সিনিয়র সহকারী জজ মো. মেহেদী হাসানকে সভাপতি এবং একই ব্যাচের শিক্ষার্থী ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. সুমন হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) আইন বিভাগের হলরুমে সাবেক শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সবাইকে নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি ও মো. রাজু শিকদার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, সাহিত্য, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বেগ শোয়াইব আহমেদ, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক তৌফিকুল হাসান, আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক মো. জিন্নাতুল ফেরদৌস জিন্না এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক সুজন মিয়া।

এ বিষয়ে সভাপতি মেহেদী হাসান বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের দায়িত্বে আগামী ১ বছর বিভাগের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রচেষ্টা থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়,জবি,এল্যামনাই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close