• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হলেন তানজিম মুনতাকা সর্বা

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৭
পূর্বপশ্চিম ডেস্ক

এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন এ ফলাফল ঘোষণা করেন।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা। তিনি রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। পরীক্ষায় তানজিম মুনতাকা সর্বোচ্চ নম্বর ৯২.৫ পেয়ে জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফলাফল ঘোষণার সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯,৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭.৮২%।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এ সংক্রান্ত ওয়েবসাইটে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯৮% শিক্ষার্থী।

শিক্ষাপ্রতিষ্ঠান,স্বাস্থ্যমন্ত্রী,শিক্ষার্থী,মেডিকেল ভর্তি পরীক্ষা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close