• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জবিতে 'তরুণদের নোবেল খ্যাত হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস' প্রোগ্রামের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৮ | আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৩
তারেক হাসান, জবি প্রতিনিধি

চতুর্থ বারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরুণদের নোবেল খ্যাত হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রামের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠানটি সম্পাদিত হয়।

ক্যাম্পাস ডিরেক্টর তায়েবুর রহমানের বক্তব্যের মাধমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

বক্তব্যকালে তায়েবুর রহমান বলেন, এবার আমরা আগের তুলনায় রেকর্ড তৈরি করতে পেরেছি এবং আমি চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল্ট প্রাইস যেন সামনে এগিয়ে যায় ।

তিনি আরো বলেন, এবারের আসরে ২৫০ জন প্রতিযোগী সহ সর্বমোট ৬১টি দল লড়াই করে এবং সব শেষে শুধুমাত্র ৩টি দল চুড়ান্ত পর্যায়ে জয়ী হতে পেরেছে।

এবারের আসরের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সাবেক ট্রেজারার প্রফেসর ড. মো: শওকত জাহাঙ্গীর। এছাড়াও বিশেষ অতিথী ছিলেন, উপস্থিত বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো: জহির উদ্দীন আরিফ, ম্যানেজমেন্ট স্টাডিস ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান প্রফেসর ড.মো: মহিউদ্দিন।

বিচারকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. তাসলিমা আক্তার, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম।

এবারের অন ক্যাম্পাস প্রোগ্রামে ১ম হয়েছে( টিম প্রেশার কুকার), ২য় হয়েছে টিম (রিনিউ রেঞ্জারস), ৩য় হয়েছে (টিম নেক্সা।)

আরো উপস্থিত ছিলেন অন ক্যাম্পাস প্রোগ্রাম ২০২৪ এর অরগানাইজিং মেম্বার্স, উপদেষ্টামন্ডলী, বিচারকমণ্ডলী, ক্লাব পার্টনারস, স্পন্সর, মেন্টর, ফ্যাসিলিটেটর এবং বিগত সালের অরগানাইজার রা। ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর এ.এইচ.এম মাহিনের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে এবারের আসরের পর্দা নামে।

হাল্ট প্রাইজ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,জবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close