• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাবির ‘খ’ ইউনিটে ফেল ৯০ শতাংশ

প্রকাশ:  ২৭ জুন ২০২২, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষার পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।

সোমবার (২৭ জুন) দুপুর ১টার পর উপাচার্য দপ্তর সংলগ্ন ভার্চ্যুয়াল ক্লাসরুমে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৫৬ হাজার ৯৭২ জন ভর্তিচ্ছুরা। এদের মধ্যে এক হাজার ৭৮৮টি আসনের বিপরীতে ৫ হাজার ৬শ ২২জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফল মোবাইলফোন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও জানা যাবে। মোবাইলফোনের যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Kha স্পেস (ভর্তি পরীক্ষার রোল নম্বর) লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইট admission.eis.du.ac.bd থেকে ফলাফল জানা যাবে।

পূর্ব পশ্চিম/ম

ঢাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close