• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ: জবি উপাচার্য

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২২, ১৭:২৭
জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। আয়না বা দর্পণ যেভাবে মানুষের চেহারা দেখাতে সাহায্য করে, তেমনি সাংবাদিকরা সমাজের চিত্রকে সমাজের সামনে তুলে ধরেন। সমাজের সব ক্ষেত্রগুলোতে সাংবাদিকদের বিচরণ রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশ ও বিশ্বকে জাগ্রত করে রাখেন সাংবাদিকরা।

বুধবার (১৬ নভেম্বর) জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক সমাপনী উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। আগামীতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমানতালে এগিয়ে যাবে। সাংবাদিকতা বিভাগের উন্নয়নে যা কিছু দরকার সেই কাজগুলো ধারাবাহিকভাবে করা হবে।

এসময় বিভাগীয় চেয়ারপারসন ড. শাহ মো. নিসতার জাহান কবির, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংবাদিক,জবি,উপাচার্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close