• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশে নয়, কলকাতায় সিনেমা বানাব: হিরো আলম

প্রকাশ:  ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৭ | আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৩
বিনোদন ডেস্ক

এবার দেশের বাহিরে বিশেষ করে কলকাতায় সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন বগুরার আলোচিত মডেল ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা জানান।

হিরো আলম বলেন, আমি বলেছি এফডিসিতে যাবো না, সিনেমাও নির্মাণ করব না। আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। চলচ্চিত্রের কোনো কাজেই আমি অ্যাকটিভ থাকব না।

‘এখন আমি অবসর সময়ে আমার নিজস্ব চ্যানেল আছে সেটা চালাব। দেশ-বিদেশে কনসার্ট করব। আমার তিনটি সিনেমা রিলিজ দিতে হবে, সেগুলো রিলিজ করব। এছাড়া গান, নাটক, মিউজিক ভিডিও করব এবং বাংলাদেশে সিনেমা না করলেও কলকাতায় সিনেমা করতে পারি।’

তিনি বলেন, বাংলাদেশে সিনেমা না বানালে কি, দেশের বাহিরে গিয়ে তো আমি সিনেমা বানাতে পারি। বাংলাদেশের চলচ্চিত্রের লোকজন আমাকে গ্রহণ করেনি। এখন বাহিরের দেশের চলচ্চিত্রের লোকজন আমাকে কতোটা গ্রহণ করে সেটা দেখব।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ করতে না পারায় প্রচণ্ড অভিমান করেন হিরো আলম। সোমবার ফেসবুক লাইভে এসে তিনি কোনোদিন এফডিসিতে যাবেন না এবং সিনেমাও বানাবেন বলে ঘোষণা দেন।

অভিনেতা বলেন, ‌‘সুশীলসমাজ আমাকে মেনে নিতে পারেনি। আবার এফডিসির লোকজন আমাকে নিতে পারছে না। তারা একের পর এক ধিক্কার ও লাঞ্ছিত করে যাচ্ছেন আমাকে।’


পূর্বপশ্চিম/এসকে

হিরো আলম,আশরাফুল আলম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close